বিশেষ আবেদন

 ক্লাস চলাকালীন সময় অনুগ্রহপূর্বক কোন অভিভাবক ক্লাসে প্রবেশ করার চেষ্টা করবেন না।
 শ্রেণিকক্ষে শিক্ষক মহোদয়ের সাথে আলোচনায় লিপ্ত হয়ে ক্লাসের ভাবমূর্তি ও বাচ্চাদের পড়াশুনার ক্ষতি করবেন না।
 নির্দিষ্ট সময় ব্যতীত ছাত্রদের সাথে সাক্ষাৎ এবং ফোনালাপ করা থেকে বিরত থাকুন। কেননা এর মাঝে আপনার সন্তানের কল্যাণ নিহিত রয়েছে।
 শুধুমাত্র আসরের পর নির্দিষ্ট নাম্বারে সংক্ষিপ্ত কথা বলুন, সাপ্তাহে ২ দিন।
 হিফয বিভাগের শিক্ষার্থীরা মাসিক ছুটি ব্যতীত বাসায় যাওয়া থেকে বিরত থাকুন। অন্যন্য বিভাগের শিক্ষার্থীরা দুই সাপ্তাহ পর পর বৃহস্পতিবার এশার নামাজের পর গিয়ে শুক্রবার বিকালে চলে আসতে হবে। অযথা ছুটি চেয়ে পড়াশোনা ও শৃঙ্খলায় বিঘ্নতা সৃষ্টি করবেন না।
 সম্মানিত মহিলা অভিভাবকগণ! আপনারা শরয়ী পর্দার সাথে নির্ধারিত সময়ে সুনির্দিষ্ট স্থানে সাক্ষাৎ পর্ব শেষ করে মাগরিবের ১৫ মিনিট পূর্বেই বাচ্চাদের দোয়া করার সুযোগ করে দিবেন।
 একান্ত কিছু বলার থাকলে অত্যন্ত আদবের সাথে অফিসে যোগাযোগ করুন।

০১ অফিস সকাল ৮ থেকে রাত ১০টা পর্যন্ত ০১৯০১ ৬৩ ৫৬ ২০
০২ আবাসিক শিক্ষার্থীর সাথে যোগাযোগ আসর থেকে মাগরিব পর্যন্ত ০১৯০১ ৬৩ ৫৬ ২২
০৩ হিফয বিভাগ, আসর থেকে মাগরিব পর্যন্ত ০১৯০১ ৬৩ ৫৬ ২৫
০৪ বিশেষ প্রয়োজনে যোগাযোগ ০১৭৮৭ ২৮ ৩৯ ৬৫
০৫ বিকাশ/নগদ (পার্সোনাল) ০১৭৮৭ ২৮ ৩৯ ৬৫
০৬ ইসলামী ব্যাংক, পালবাড়ী শাখা ২০৫০৬০৭০২০০১৯১০১২

কোন শিক্ষক/স্টাফদের পার্সোনাল নাম্বারে যোগাযোগ অথবা কোন প্রকার আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন।