Curriculum

মারকাযুল কুরআন হিফয মাদরাসা

একটি বিশ্বমানের আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।

হিফয এবং জেনারেল একই সাথে আগানো যাদের স্বপ্ন ,  মারকাযুল কুরআন আছে তাদের পাশে।

 

 

 

কেন আপনার প্রিয় সন্তানকে মারকাযুল কুরআনে পড়াবেন!

সম্মানিত অভিভাবক! আপনার স্বপ্ন যদি হয় এমন, আমার সন্তান হাফেজ হওয়ার পাশাপাশি জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে। বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় সুন্দর সাবলীল ভাবে কথা বলবে, তাহলে  মারকাযুল কুরআন হতে পারে আপনার সন্তানের জন্য একমাত্র নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান।

 

Markazul Quran Jashore, Handbil-2025

 

 আমাদের বইগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্যগুলো 
১) ইসলামী ভাবধারায় লিখিত।
২) আপনার সোনামণির জন্য সহজে ও ছন্দে লিখিত।
৩) বইয়ের মাঝে প্রতিটি সেমিস্টার ভাগ করে দেয়া।
৪) প্রতিটি সেমিস্টারের আগে সাজেশনের নমুনা দেয়া।
৫) পরীক্ষায় প্রশ্নকাঠামো যেমন আসে আমাদের বই গুলো সেভাবেই সাজানো হয়েছে।
৬) একটি বই আর সিলেবাস অভিভাবক হাতে পেলেই বুঝতে পারবেন তার সন্তানকে কিভাবে গাইড করতে হবে।

আপনারা যারা ‍আপনাদের সন্তানকে, তাদের উজ্জল ভবিষ্যৎ গড়ার লক্ষে, সঠিক গাইড লাইন  ফলো করে, সু- শিক্ষায় শিক্ষিত করতে চান, আপনাদের জন্যই আমাদের এই মেহেনত এবং আপনাদের জন্যই মারকাযুল কুরআন 

মনে রাখবেন!  একটি সুসজ্জিত গাইডলাইন আপনার  সন্তানকে কাঙ্খিত লক্ষে পৌছে দিতে পারে।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ খেদমতকে কবুল করুন। আমিন