সকল প্রসংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। দুরূদ ও সালাম বিশ্বনবী হযরত মোহাম্মাদ (স.)-এর প্রতি। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমরা সকলেই জানি যে, শিক্ষাই জাতির মেরুদন্ড। তবে কোন শিক্ষা? অবশ্যই ইসলামিক শিক্ষা। কিন্তু দুঃখজনক যে, আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এমনই ত্রুটিপূর্ণ যে, একজন শিক্ষার্থীর ধর্মীয় শিক্ষা সমাপনান্তে কর্মমুখী শিক্ষা লাভ করার মত সুযোগ প্রায়ই পায় না। এ কারনে অধিকাংশকে বেকারত্বের অভিশাপে জর্জরিত হতে হয়। পক্ষান্তরে স্কুল-কলেজের শিক্ষা সমাপ্তির পর প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষার সুযোগ প্রায়ই সম্ভব হয়ে উঠে না। যার ফলে পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা গ্রহন করতে গেলে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হতে হয় আবার আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গেলে পরলৌকিক শিক্ষায় অজ্ঞ থেকে যায়। যার ফলে সৃষ্টি হয় “ধর্মহীন কর্ম জীবন” অথবা “কর্মহীন ধর্ম জীবন”। আর এই শিক্ষা ব্যবস্থাই দিন দিন জাতিকে পঙ্গুত্বের শেষ সীমায় পৌঁছে দিচ্ছে।
এ থেকে পরিত্রাণ পাবার জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং সুধী সমাজের পরামর্শক্রমে ও দীর্ঘ গবেষণার ফলশ্রুতিতে যুগের চাহিদা মোতাবেক একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল কুরআন হিফয মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে । যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সকল বিষয় যেমন- বাংলা, ইংরেজী, গণিত, সমাজ, বিজ্ঞান, আরবী স্পোকেন, ইংরেজি স্পোকেন, সাধারন জ্ঞান ও হস্তাক্ষর সুন্দরসহ সকল বিষয়ের উপর অত্যান্ত গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্য শিশুদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশের জন্য নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের প্রচেষ্টাকে আরো সামনে এগিয়ে নিতে চাই। মহান আল্লাহ আমাদের এ মেহনতকে কবুল করুন। আমিন
হাফেয মাওলানা হিজবুল্লাহ
প্রতিষ্ঠাতা পরিচালক,
মারকাযুল কুরআন হিফয মাদরাসা
পালবাড়ী, সদর, যশোর।
যোগাযোগ ০১৭৮৭ ২৮৩৯৬৫