
সকল প্রসংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি, যাঁর জীবন আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা সকলেই জানি যে, শিক্ষাই জাতির মেরুদন্ড। তবে কোন শিক্ষা? অবশ্যই ইসলামিক শিক্ষা। কিন্তু দুঃখজনক যে, আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা এমনই ত্রুটিপূর্ণ যে, একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা গ্রহন করতে গেলে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত হতে হয়, আবার আধুনিক শিক্ষা গ্রহন করতে গেলে ধর্মীয় শিক্ষায় অজ্ঞ থেকে যায়।। এ কারনে অধিকাংশকে বেকারত্বের অভিশাপে জর্জরিত হতে হয়। যার ফলে সৃষ্টি হয় “ধর্মহীন কর্ম জীবন” অথবা “কর্মহীন ধর্ম জীবন”। আর এই শিক্ষা ব্যবস্থাই দিন দিন জাতিকে পঙ্গুত্বের শেষ সীমায় পৌঁছে দিচ্ছে।
সম্মানিত অভিভাবক! এ থেকে পরিত্রাণ পাবার জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম এবং সুধী সমাজের পরামর্শক্রমে যুগের চাহিদা মোতাবেক একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে । যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সকল বিষয় যেমন- বাংলা, ইংরেজী, গণিত, সমাজ, বিজ্ঞান, আরবী স্পোকেন, ইংরেজি স্পোকেন, সাধারন জ্ঞান ও হস্তাক্ষর সুন্দরসহ সকল বিষয়ের উপর অত্যান্ত গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্য শিশুদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশের জন্য নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। আমরা আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের প্রচেষ্টাকে আরো সামনে এগিয়ে নিতে চাই। মহান আল্লাহ আমাদের এ মেহনতকে কবুল করুন। আমিন
কেন আপনার সন্তানকে মারকাযুল কুরআনে পড়াবেন!
সম্মানিত অভিভাবক!
আমাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আপনার প্রিয় সন্তানকে আমরা এমনভাবে গড়ে তুলব যেন তার সুন্দর আমল ও উত্তম চরিত্রের দিকে তাকালে আপনার হৃদয় এক পরম প্রশান্তিতে ভরে যায়। হিফয এবং জেনারেল শিক্ষার সমন্বিত পাঠ্যক্রমের মাধ্যমে আপনার সন্তান জ্ঞান ও দক্ষতার আলোয় দীপ্তিমান হয়ে উঠবে। বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা অর্জনের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। ইনশাআল্লাহ
মারকাযুল কুরআন এমন একটি নির্ভরযোগ্য ও আদর্শ প্রতিষ্ঠান, যেখানে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সুষম সমন্বয়ে আমরা আপনার সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার স্বপ্ন দেখি।
✿ আমাদের সার্ভিস সমূহ:
বাচ্চাদের থাকার জন্য আলাদা আলাদা সিঙ্গেল খাট।
২৪ ঘন্টা অজু ও গোসলখানায় ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থা।
২৪ ঘন্টা নরমাল, গরম ও ঠান্ডা খাবার পানির ব্যবস্থা।
প্রতিদিন বাচ্চাদের জামা কাপড়, বেডশীট, বালিশের কভার, মশারি, ধৌত করে দেয়া হয়।
তিন বেলা নাস্তা দেয়া হয়। নাস্তায় সাধারণত রুটি, কলা, দুধ, ডিম, ফল ফ্র্রট, বিস্কিট, কেক ইত্যাদি থাকে।
তিন বেলা খাবার দেয়া হয়। দুইদিন গরুর মাংস, দুইদিন মুরগির মাংস, দুইদিন মাছ ও একদিন ডিম, একদিন মাংসের বিরিয়ানি/ পোলাও/ রোস্ট। সকাল ও রাতের খাবারে ডিম মিশ্রিত সবজি, চিংড়ি সবজি, মাংস সবজি, শাক, আলু ভর্তা, কলার ভর্তা, ডাল, ভুনা খিচুড়ি, ভাজি ইত্যাদি থাকে।
বাচ্চাদের বিছানা পত্র গুছিয়ে দেয়া হয়।
নিজস্ব জেনারেটর মাধ্যমে ২৪ ঘন্টা বিদ্যুৎ সার্ভিস।
প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান।
শারীরিক শাসন মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, (তবে যতটুকু শাসন না করলে মূল উদ্দেশ্য ব্যাহত হবে ততটুকু শাসন রয়েছে)
২৪ ঘন্টা সিসি ক্যামেরায় মনিটরিং।
সকল অভিভাবকদের নিয়ে একটি whatsapp গ্রুপ রয়েছে সেখানে সকল আপডেট জানানো হয়।
গোসলের পর বাচ্চাদের কাপড় গুলো শুকিয়ে বিকালে তাদের হাতে পৌঁছে দেয়া হয়।
রাত-দিন 24 ঘন্টা যেকোনো সময় বাচ্চা অসুস্থ হলে হসপিটালাইজস্টের সুবাবস্থা।
প্রতি বৃহস্পতিবার সেমিনারের ব্যবস্থা।
প্রতি শুক্রবার একটা পিকনিক ও স্পেশাল খাবারের আয়োজন করা।
প্রতিষ্ঠানের বাচ্চাদের জন্য শতভাগ নিরাপদ আবাসিক ব্যবস্থা।
এক কথায়, বাচ্চাদের ভালোলাগার মতো একটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানে সারা দেশ থেকে যাতায়াতের সুব্যবস্থা।
শীতাতপ নিয়ন্ত্রীত

✿আমাদের ক্লাস:
• নূরানী, নাযেরা, হিফজ, শুনানি ও প্রতিযোগিতা বিভাগের পাশাপাশি জেনারেল কারিকুলাম প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত। (ক্রমান্বয়ে এস.এস.সি পর্যন্ত)
• আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা দুইটা কারিকোলামে আনন্দচিত্তে পড়াশোনা করছে। কোন চাপ/প্রেসার ছাড়াই।একটা কারিকুলামে ও পড়ার সুযোগ আছে।
• দূরত্ব যেন আপনার সন্তানের জন্য কোন বাধা না হয়! দূরের বাচ্চাদের পড়াশোনায় অগ্রগতি সবচাইতে বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ! কারণ দূরের বাচ্চারা ছুটি কম নেয়।
• এটা গতানুগতিক ধারার বাইরের ভিন্নধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান!
• শুধু সাহস করুন গর্ব করতে পারবেন আপনার সন্তানকে নিয়ে। ইনশাআল্লাহ
✿ ভর্তির যোগ্যতা:
• বয়স: ৪ থেকে ১২ বছরের মধ্যে হতে হবে। (আবাসিকের জন্য ৭-১২ বছর)
• বাচ্চা যদি আবাসিকে থাকতে রাজি না হয় তাহলে জোরাজুরি করবেন না, তাকে জাস্ট সাত দিনের জন্য বেড়াতে পাঠাচ্ছেন এমন বললেই হবে, এরপর সে নিজে থেকেই যেতে চাইবে না ইনশাআল্লাহ! আবাসিকে শতভাগ বাচ্চারাই সেটআপ হয়ে যায়। তবে শর্ত হলো অভিভাবকদের জন্য নির্দেশনা বলি শতভাগ পালন করতে হবে।
✿ ভর্তির নিয়মাবলী
• অভিভাবকহীন অথবা পালানোর অভ্যাস আছে এমন কোন ছাত্রকে মারকাযুল কুরআনে ভর্তি নেয়া হয় না।
• বিশেষ কোন জটিল রোগে আক্রান্ত থাকলে ভর্তির পূর্বে মাদরাসা কর্তৃপক্ষকে অবগত করতে হবে।
• মাদরাসা ছুটি বা শিক্ষার্থীর ব্যক্তিগত কারনে অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে কোন ফি মওকুফ করা হবে না।
• ভর্তি ফি ও বেতন অফেরতযোগ্য।
• ভর্তির সময় চলতি মাসের প্রদেয় টাকা অবশ্যই পরিশোধ করতে হবে।
• ভর্তির সময় অভিভাবক নিজে বিস্তারিত জেনে বুঝে ভর্তি করাবেন।
✿ ভর্তি প্রক্রিয়া
• ২০০/= (দুইশত) টাকার বিনিময়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
• ভর্তি ফরমের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি এবং জন্ম নিবন্ধন এর ফটোকপি জমা দিতে হবে।
• অভিভাবকের ২ কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি এবং NID কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
অভিভাবক নিজ হাতে ভর্তি ফরম পুরন করতে হবে।
• প্রতিষ্ঠানের নির্ধারিত ফরম পুরন, ভর্তি পরীক্ষা ও প্রয়োজনীয় ফি জমা দেয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
==আবাসিক==
ভর্তি ফি (এককালিন) ২০,০০০
বেতন (মাসিক) ৯,০০০/-
সেশন ফি (আগামী বছর) ৭,০০০/-
==ডে-কেয়ার==
ভর্তি ফি (এককালিন) ২০,০০০
বেতন (মাসিক) ৯,০০০/-
সেশন ফি (আগামী বছর) ৭,০০০/-
==অনাবাসিক==
ভর্তি ফি (এককালিন) ১৩,০০০/-
বেতন (মাসিক) ৪,০০০/-
সেশন ফি (আগামী বছর) ৭,০০০/-
==প্লে- নার্সারি=
ভর্তি ফি (এককালিন) ৬,০০০
বেতন (মাসিক) ২,০০০/-
সেশন ফি প্লে (আগামী বছর ) ৩,০০০/-
মাসিক বেতনের মধ্যে প্রদেয় সুবিধাদি
==আবাসিক==
• থাকা • খাওয়া
• টিফিন ৩ বেলা • পরিচর্যা
• শৃঙ্খলা • প্রাথমিক চিকিৎসা
• ক্লাসের বেতন • বিনোদন ও নিরাপত্তা
• চুল কাটা • কাপড় ধোলাই ও ইস্ত্রী
==ডে-কেয়ার==
• থাকা • খাওয়া
• টিফিন ৩ বেলা • পরিচর্যা
• শৃঙ্খলা • প্রাথমিক চিকিৎসা
• ক্লাসের বেতন • বিনোদন ও নিরাপত্তা
• চুল কাটা • কাপড় ধোলাই ও ইস্ত্রী
==অনাবাসিক==
• ক্লাসের বেতন • টিফিন ৩ বেলা • বিনোদন • নিরাপত্তা
পরীক্ষার ফি, বই খাতা, ডাইরি, একাডেমিক ড্রেস, আইডি কার্ড, ইত্যাদির খরচ অভিভাবক বহন করবেন।
ভর্তি ফি পাঠানোর নাম্বার।
MD. HIJBULLAH
Account No: 20506070200191012
Rauting number: 125410946
Islami Bank, Sub Branch, Palbari Jessore
01787 283965 (বিকাশ, নগদ, পার্সোনাল)
====সর্বশেষ কিছু কথা====
✿ যদি ভুল করেও আপনার বাচ্চার ভর্তি কনফার্মড করে ফেলেন, শুধু আস্তা ও বিশ্বাস রাখুন যে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ
✿ আপনারা যারা আপনাদের সন্তানকে, তাদের উজ্জল ভবিষ্যৎ গড়ার লক্ষে, সঠিক গাইড লাইন ফলো করে, সু- শিক্ষায় শিক্ষিত করতে চান, আপনাদের জন্যই আমাদের এই মেহেনত এবং আপনাদের জন্যই মারকাযুল কুরআন যশোর।
✿ মনে রাখবেন! একটি সুসজ্জিত গাইডলাইন আপনার সন্তানকে কাঙ্খিত লক্ষে পৌছে দিতে পারে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ খেদমতকে কবুল করুন। আমিন
✿ আপনার কোন কিছু জানার থাকলে দয়া করে হোয়াটসঅ্যাপে সংক্ষিপ্তভাবে ভয়েস অথবা লিখিতভাবে পাঠাবেন।
✿ কল না দেয়ার বিশেষ অনুরোধ রইলো, কারণ আমাদের অধিকাংশ সময় বাচ্চাদের নিয়ে ক্লাস ও অন্যান্য কাজে ব্যস্ত থাকা হয়।
আল্লাহ পাক সকলকে স্ব-স্ব স্থানে ভালো রাখুন। আমিন।
জাযাকুমুল্লাহ খাইরান
━━━━━━ • ✿ • ━━━━━━