নোটিশ
বিষয়: মাসিক ছুটি প্রসঙ্গে
মারকাযুল কুরআন হিফয মাদরাসার সকল ছাত্র, শিক্ষক ও অভিভাবককে জানানো যাচ্ছে যে, মাসিক ছুটি উপলক্ষে আগামী ১৬ অক্টবর বুধবার সকাল ৮:০০ মিনিট থেকে ১৯ অক্টবর শনিবার পর্যন্ত মাদরাসার একাডেমিক কার্যক্রমবন্ধ থাকবে। ২০ অক্টবর ২০২৪ রবিবার থেকে মাদরাসার একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে ইনশাআল্লাহ।
বি. দ্র. হিফয এবং নাযেরা বিভাগের সকল ছাত্র ও শিক্ষককে ১৯ অক্টবর ২০২৪ শনিবার আসরের পূর্বে মাদরাসায় উপস্থিত হতে হবে।
( মাসিক ছুটির পূর্বে আপনার সন্তানের বর্তমান মাসের বেতনসহ সকল প্রকার বকেয়া (যদি থাকে) পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে )
[ হাফেজ মাওলানা হিজবুল্লাহ ]
প্রিন্সিপাল,
মারকাযুল কুরআন হিফয মাদরাসা